• rsz_prime-minister
  • rsz_prime-minister
Office of the Chief Account's Finance Officer CAFO/Energy & Mineral Resources Division


অফিস পরিচিতিঃ

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ১৯৭২ সালে এজি (পূর্ব পাকিস্তান) কে এজি (সিভিল) হিসাবে নামকরণ করা হয়।
১৯৮৫ সালে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়রে এক আদেশ বলে এজি (সিভিল) অফিস কে সিজিএ কার্যালয় হিসাবে প্রতিষ্ঠিত করা হয়।
সিজিএ অফিসের অধীনে বর্তমানে ৫ টি সিএএফও অফিস ও ৮ ডিভিশনাল অফিস, ৫৬ টি ডিএএফও অফিস এবং ৪৯২ টি ইউএও অফিস রয়েছে।
প্রধান হিসাবরক্ষণ অফিস প্রতিষ্ঠাঃ
১৯৮৩ সালের পর থেকে মোট ২০ টি সিএও অফিস প্রতিষ্ঠা করে তা সরাসরি সিজিএ এর প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন করা হয়।
এরপর ০১-০৭-২০০২ সাল থেকে ২০ টি সিএও অফিসের পরিবর্তে মোট ৫০ টি সিএও অফিস নিয়ে সিজিএ অফিস তার কার্যক্রম পরিচালনা করে আসছে।
অফিসের নাম পরিবর্তনঃ
অর্থ বিভাগ,অর্থ মন্ত্রণালয় এর প্রজ্ঞাপন নং- ০৭.০০.০০০০.০৮২.১৫০০২.১৯- ৪৭৬ তারিখ: ১৮/১১/২০১৯ খ্রি. এর মাধ্যমে প্রধান হিসাবরক্ষণ কার্যালয় এর নাম পরিবর্তন করে চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার এর কার্যালয় নামকরণ করা হয় ।
যার ফলে সিএও, জ্বালানি ও খনজি সম্পদ বভিাগ সিএএফও, জ্বালানি ও খনজি সম্পদ বভিাগ হিসেবে পরিচিতি পায়।