• rsz_prime-minister
  • rsz_prime-minister
Office of the Chief Account's Finance Officer CAFO/Energy & Mineral Resources Division


 

 কার্যালয়ের দায়িত্ব/কার্যাবলি


* জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এর সচিব/মূখ্য হিসাব রক্ষণ কর্মকর্তার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের দায়িত্ব পালন।
* জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং তার অধিনস্ত অফিসসমূহের কর্মকর্তা/কর্মচারীদের বেতন/ভাতার বিল পাশ, বেতন নির্ধারন ও ছুটির হিসাব সংরক্ষণ।
* সকল প্রাপ্তি এবং রাজস্ব/উন্নয়ন বাজেটের বিপরীতে ব্যয়ের হিসাব সংরক্ষণ এবং তার ভিত্তিতে মাসিক হিসাব প্রণয়ন এবং সমাপ্তকরন।
* বাজেট ম্যানেজমেন্ট কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন এবং প্রযোজ্য ক্ষেত্রে আর্থিক বিধি বিধানের পরামর্শ প্রদান।
* নিরীক্ষাধীন দপ্তরের সাথে সিএএফও অফিসের হিসাবের সঙ্গতি সাধন এবং জার্নাল এন্ট্রি সম্পন্ন করা।
* কর্মকর্তা কর্মচারীদের জিপিএফ অগ্রিম/চূড়ান্ত এবং বিভন্ন ঋণ ও অগ্রিম প্রদান।
* জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এর অধিনস্থ প্রকল্প সমূহের ছাড়কৃত অর্থের অথরিটি ইস্যু করন।
* অনলাইনে ইএফটি এর মাধ্যমে পেনশন প্রদান এবং আনুতোষিক পরিশোধ।
* সিএএফও অফিসের কর্মচারীদের অবসর প্রস্তুতিমূলক ছুটি এবং অর্জিত ছুটি মঞ্জুর।
* জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এর উপযোজন হিসাব প্রনয়ন পূর্বক মূখ্য হিসাব রক্ষণ কর্মকর্তা (সচিব) এর স্বাক্ষরে নিরীক্ষা প্রত্যয়নের জন্য সিএজি মহোদয়ের নিকট উপস্থাপন।
* সিভিল অডিট কর্তৃক উত্থাপিত অডিট আপত্তির নিস্পত্তির ব্যবস্থা গ্রহন।
* সকল প্রাপ্তি এবং ব্যয়ের বার্ষিক হিসাব প্রনয়ন এবং সংরক্ষণ।
* পেনশন পুনর্ভরণ, সার্ভিসবুক, এলপিসি প্রদান, পে-স্লিপ ইস্যুকরণ।
* প্রাক-নিরীক্ষার মাধ্যমে সকল প্রকার বিল এন্ট্রি, বিল পাশ এবং চেক প্রদান করা।
* গেজেটেড কর্মকর্তাদের বেতন অনলাইনে জমা এবং ইএফটি করন।